ষ্টাফ রিপোর্টার: তারিখঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জগন্নাথপুর ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে তারিখঃ ২৬ জুলাই ২০২৫ জগন্নাথপুর ইউনিয়ন, কুমারখালী কুস্টিয়া। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটগ্রহণের মাধ্যমে ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সম্মেলনের সভাপতি: আলহাজ্ব নুরুল ইসলাম আনছার প্রামাণিক কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কুমারখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি সাবেক সফল সভাপতি, কুমারখালী পৌর বিএনপি সাবেক চারবারের নির্বাচিত মেয়র, কুমারখালী পৌরসভা তৃণমূলের আস্থার প্রতীক, গনমানুষের প্রিয় নেতা প্রধান অতিথি মোঃ আল আমিন রানা কানাই সম্মানিত সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপি উদ্বোধক মোঃ আব্দুল হাকিম মাসুদ সম্মানিত সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপি সদস্য সচিব, কুমারখালী উপজেলা বিএনপি সদকী ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান সদকী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান কুমারখালী উপজেলা বিএনপি’র সদস্য সচিব বিশেষ অতিথিরামোঃ খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিন – যুগ্ম আহবায়ক, কুমারখালী উপজেলা বিএনপি কে এম আলম টমে – সিনিয়র সদস্য, উপজেলা বিএনপি ও সাবেক সভাপতি, পৌর বিএনপি হাজী মাকছেদুল মোমিন – সাধারণ সম্পাদক, কুমারখালী পৌর বিএনপি মোঃ কাজী মোমিনুল হক পলাশ – যুগ্ম আহবায়ক, কুমারখালী উপজেলা বিএনপি মোঃ আলতাফ হোসেন – যুগ্ম আহবায়ক, কুমারখালী উপজেলা বিএনপি মোঃ শাজাহান আলী মোল্লা – যুগ্ম আহবায়ক, কুমারখালী উপজেলা বিএনপি ভোটগ্রহণ শেষে গণনার মাধ্যমে নতুন কমিটির নেতৃত্ব নির্বাচিত হয় – সভাপতি: আব্দুল করিম সাধারণ সম্পাদক: ডা. শরিফুল ইসলাম কুমারখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী ও তৃণমূলের কর্মীবৃন্দ এই সম্মেলন ও নির্বাচন বিএনপির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি ও গণতান্ত্রিক চর্চার এক অনন্য উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে। নতুন নেতৃত্ব ইউনিয়নের রাজনীতিকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বক্তারা।
Write to Rashida Rita