Home সারাদেশ

কুষ্টিয়ায় নানা আয়োজনে আনসার ও ভিডিপির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

28
0

কুষ্টিয়া প্রতিনিধি | সাব্বির ইসলাম দীপু

কুষ্টিয়ায় গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি)-এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ১৯৭৬ সালের ৫ জানুয়ারি প্রতিষ্ঠিত এই বাহিনীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কুষ্টিয়ায় বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন, র‌্যালি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি কার্যালয়, কুষ্টিয়ার জনাব মো. শফিউল আযম। তিনি তাঁর বক্তব্যে দেশের উন্নয়ন ও নিরাপত্তা রক্ষায় ভিডিপি সদস্য ও সদস্যাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে সদস্যদের কর্মদক্ষতা বৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম, ইউএভিডিও (সদর); রীনা খাতুন, ইউএভিডিও (দৌলতপুর); মো. আশেদ মাহামুদ, উপজেলা প্রশিক্ষক (কুষ্টিয়া সদর); সৈয়দা শাহানা সুলতানা, উপজেলা প্রশিক্ষিকা (দৌলতপুর)সহ বিভিন্ন পর্যায়ের ভিডিপি সদস্য ও সদস্যাবৃন্দ।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ভিডিপির গৌরবময় ইতিহাস ও ভবিষ্যৎ দায়িত্ব পালনে অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here