কুষ্টিয়ায় এ্যাডঃ সাইফুদ্দিন বাপ্পির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির অন্যতম সিনিয়র আইনজীবী নারী ও শিশু ট্রাইব্যুনালের সাবেক পিপি এডভোকেট কাজী সাইফুদ্দিন বাপি হৃদরোগে আক্রান্ত হয়ে ২২/৫/২০২৫ বৃহস্পতিবার সকাল ১১ টায় ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি কুষ্টিয়া থানা পাড়া খোদাদাদ সড়ক নিবাসী দুই নাম্বার ওয়ার্ডের বাসিন্দা । মরহুম কামাল কাজী সাহেবের দ্বিতীয় পুত্র । অসুস্থ অবস্থায় সকালে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে – আনুমানিক সকাল ১১ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুূূদ ও আইনজীবী বৃন্দ মরহুমের অকাল মৃত্যুতে -শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। খানাপাড়া এন এস রোড সংলগ্ন কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাজা শেষে বাদ এশা কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালীন সময়ে তিনি স্ত্রী, একমাত্র পুত্র সন্তান আত্মীয় পরিজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
Enter