সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কটাক্ষ করেছেন।
হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওবামা কিছুই করেননি, অথচ নোবেল পেয়ে গেলেন। একেবারে কিছু না করেই, শুধু আমাদের দেশ ধ্বংস করার জন্য।
২০০৯ সালে প্রেসিডেন্ট হওয়ার মাত্র আট মাস পরই ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। সে সময় এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিলেন অনেকেই। নিউইয়র্ক টাইমস তাদের সম্পাদকীয়তে লিখেছিল, ওবামাকে পুরস্কারটি দেওয়ার ক্ষেত্রে নোবেল কমিটির মানদণ্ড আরও উচ্চ হওয়া উচিত।
এদিকে, নোবেল পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প দাবি করেন, গাজায় শান্তি প্রতিষ্ঠা ও ৮টি যুদ্ধ বন্ধে তার অবদান কোনোভাবেই ওবামার তুলনায় কম নয়।গত মাসে জাতিসংঘে দেওয়া এক ভাষণে তিনি দাবি করেন, আমি ৭টি ‘না থামার মতো’ শেষ করেছি, যা বিশ্লেষকদের মতে তার আত্মপ্রচারণার অংশ।
সূত্র:যায়যায় দিন








