সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে বসতে যাচ্ছে টি২০ ফরম্যাটের এশিয়া কাপ। তবে এশিয়ার এই সেরা টুর্নামেন্টের আগ বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স জানালেন, এই মুহূর্তে তার নজর শুধুমাত্র নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজেই। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল শনিবার (৩০ আগস্ট) লিটন কুমার দাসের নেতৃত্বে বাংলাদেশ দল নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি২০ ম্যাচ খেলতে নামবে। এর আগের দিন আজ শুক্রবার (২৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফিল সিমন্স বলেছেন,আর ফাইনালে যেতে হলে ধাপগুলো পার হতে হবে। আমি এখন এশিয়া কাপ নিয়ে ভাবছি না। এশিয়া কাপ আসবে এই সিরিজের পরে। আমরা এখন আন্তর্জাতিক একটি দলের বিপক্ষে সিরিজ খেলছি, তাই এই সিরিজ নিয়েই ফোকাস।”
সিমন্স আরও জানিয়েছেন, আসন্ন সিরিজে শ্রীলঙ্কা সিরিজের ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি। “শ্রীলংকা সিরিজে যা করেছি, তা চালিয়ে যেতে চাই। মিরপুরের উইকেট শ্রীলঙ্কার মতো ভালো নয়, তবে শ্রীলঙ্কায় যা করেছি, সেটাই চালিয়ে যেতে চাই।”
ক্যারিববিয়র কোচ সাইফ হাসানের নির্বাচনের প্রসঙ্গেও খুশি প্রকাশ করেছেন। তিনি বলেন, সবাই তাকে নির্বাচন করেছে। আমি নির্বাচনে সন্তুষ্ট। এছাড়া জাকের আলী, তানজিদ তামিম ও পারভেজ ইমনরা পাওয়ার হিটিংয়ে কাজ করছেন।
জুলিয়ান উডের আগমনের আগে ও পরে দলের পার্থক্য কী হবে, এ বিষয়ে সিমন্স বলেন, এখনো এটা আমরা পুরোপুরি দেখিনি। তবে আশা করি মাঠে নামলে বোঝা যাবে উডের পরামর্শ কতটা কাজে এসেছে। কিছু খেলোয়াড় ইতিমধ্যেই পাওয়ার হিটিং নিয়ে ট্রেনিং করছেন।
বাংলাদেশ দলের জন্য এই সিরিজ হবে প্রস্তুতি এবং আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ, যা এশিয়া কাপের আগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র : যায়যায় দিন