কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশমান দুনিয়ায় নতুন মাত্রা যোগ হলো যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া (NVIDIA) ও ওপেনএআইয়ের (OpenAI) মধ্যে বিশাল আকারের অংশীদারত্বের মাধ্যমে। এনভিডিয়া শুধু উন্নতমানের চিপ সরবরাহই নয়, বরং ওপেনএআইয়ে প্রায় ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। খবর: রয়টার্স।
বিনিয়োগে কী বদলাবে
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, এনভিডিয়ার এই বিনিয়োগের ফলে ওপেনএআই প্রয়োজনীয় তহবিল এবং সর্বাধুনিক জিপিইউ চিপ কেনার সুযোগ পাবে। এতে করে চ্যাটজিপিটির মতো পণ্য আরও উন্নত হবে এবং বৈশ্বিক এআই দৌড়ে দুই প্রতিষ্ঠানের আধিপত্য আরও সুসংহত হবে। তবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এ ধরনের বৃহৎ অংশীদারত্ব বাজারের প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করতে পারে।
চুক্তির কাঠামো
ওপেনএআই সূত্রে জানা গেছে, বিনিয়োগ চুক্তি সম্পন্ন হলে এনভিডিয়া অর্থ দেবে, তবে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা ভোটাধিকার পাবে না। ওপেনএআই এই অর্থ ব্যবহার করবে এনভিডিয়ার উন্নতমানের চিপ কিনতে ও ডাটা সেন্টার সম্প্রসারণে।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক বিবৃতিতে বলেন, “ভবিষ্যতের অর্থনীতি গড়ে উঠবে শক্তিশালী কম্পিউটিং অবকাঠামোর ওপর। এনভিডিয়ার সহযোগিতায় আমরা যে অবকাঠামো গড়ে তুলছি, তা শুধু এআই প্রযুক্তির অগ্রগতিই নয়, বরং ব্যবসা ও সাধারণ মানুষের জন্যও নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।”
এনভিডিয়া ও ওপেনএআইয়ের এই ঐতিহাসিক চুক্তি এআই শিল্পে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিনিয়োগ, উন্নত চিপ ও অবকাঠামো একত্রিত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
সূত্র :যায়যায় দিন







