Home স্বাস্থ্য একদিনে আরও ৬ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু

একদিনে আরও ৬ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু

2
0

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক দিনে মৃত্যুর এই সংখ্যা এ বছর সর্বোচ্চ। এর আগে ১১ সেপ্টেম্বরও ছয় জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬৭ জনে।

বৃহস্পতিবারের স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের দুজন ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতালে ভর্তি ছিলেন। বাকি চারজন চিকিৎসা নিচ্ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এদের মধ্যে পাঁচজন নারী এবং একজন পুরুষ।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয় জুলাই মাসে। তবে সেপ্টেম্বরের ১৮ দিনে সেই সংখ্যা ছাড়িয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।

এছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে সাতজন, মে মাসে তিনজন, জুনে ১৯ জন ও অগাস্টে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কারো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৬১ জনে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি, ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

এছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হন। ১৮ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৯৮৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২৪৩ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়।

এ ছাড়া ঢাকা বিভাগে ৯১ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, খুলনা বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন এবং বরিশাল বিভাগে ১০৮ জন রোগী ভর্তি হয়েছেন।

ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২ হাজার ৪২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭১৭ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৩২৫ জন।

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here