নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করতে কমিশন সচিবালয়ে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে তারা ইসি ভবনে পৌঁছান।
ইসি সূত্রে জানা গেছে, আজই এনসিপির প্রতীক বাছাইয়ের শেষ দিন। নির্ধারিত সময়ের মধ্যে দলটি প্রতীক না বাছাই করলে কমিশন নিজ সিদ্ধান্তে তাদের জন্য প্রতীক নির্ধারণ করবে।
এনসিপি বরাবরই ‘শাপলা’ প্রতীক পাওয়ার বিষয়ে অনড় অবস্থান ধরে রেখেছে। এ বিষয়ে দলটি একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এবং লিখিতভাবে আবেদনও দিয়েছে। এমনকি দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, প্রয়োজন হলে এই প্রতীক আদায়ে তারা রাজপথেও নামবেন।
শনিবার দুপুরে ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, “ইসি সচিবের আচরণ স্বৈরাচারী। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। প্রতীক নিয়ে নির্বাচনে জটিলতা তৈরি হলে তার দায় কমিশনকেই নিতে হবে।”
তিনি আরও বলেন, “ইসির এই সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। কমিশন চাইলে তালিকাভুক্ত প্রতীকে শাপলাকে অন্তর্ভুক্ত করতে পারে।” অন্যদিকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ইসি শাপলা প্রতীক না দেয় এবং স্বেচ্ছাচারী আচরণ করে, তাহলে আমরা বর্তমান নির্বাচন কমিশনের যেকোনো কার্যক্রমে অনাস্থা জানাব।”
এদিকে, ইসি সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের পর এনসিপির নিবন্ধন প্রক্রিয়া নিয়ে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।
সূত্র:যায়যায় দিন








