নারী ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া নারী দল।
২৪৪ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে যায় তারা, যেখানে দলের জয়ে বড় ভূমিকা রাখেন অ্যাশলি গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ড।
ইংল্যান্ডের ইনিংস: বোমন্টের ধৈর্যশীল ব্যাটিং
প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে ভালো শুরু এনে দেন ওপেনার ট্যামি বোমন্ট। ১০৫ বল মোকাবিলা করে তিনি খেলেন ৭৮ রানের দায়িত্বশীল ইনিংস।সঙ্গী অ্যামি জোন্স যোগ করেন ১৮ রান, আর অধিনায়ক হিদার নাইট করেন ২০ রান। মাঝপথে কয়েকটি দ্রুত উইকেট হারানোর পর ইনিংসের শেষভাগে অ্যালিস ক্যাপসির ৩২ বলে ৩৮ রানের ঝড়ো ব্যাটিং কিছুটা গতি এনে দেয় ইংল্যান্ডকে।
ফলে নির্ধারিত ৫০ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ২৪৪ রান, ৯ উইকেটের বিনিময়ে। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অ্যানাবেল সাদারল্যান্ড। তিনি ১০ ওভারে ৬০ রান খরচ করে নেন ৩ উইকেট। এছাড়া সোফি মোলিনিউক্স ও অ্যাশলি গার্ডনার তুলে নেন ২টি করে উইকেট।
অস্ট্রেলিয়ার ইনিংস: বিপর্যয় থেকে জয়ের গল্প
২৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল অস্ট্রেলিয়ার জন্য দুঃস্বপ্নের মতো। মাত্র ২৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। তবে সেই চাপ সামলে দাঁড়ান দুই তারকা ব্যাটার — অ্যাশলি গার্ডনার ও অ্যানাবেল সাদারল্যান্ড।
গার্ডনার খেলেন ৭৩ বলে অপরাজিত ১০৪ রানের সেঞ্চুরি ইনিংস, যেখানে ছিল ১৬টি চার ও ১টি ছক্কা।অপর প্রান্তে সাদারল্যান্ড খেলেন ১১২ বলে ৯৮ রানের অপরাজিত ইনিংস, যা দলকে সহজ জয়ের পথে নিয়ে যায়।
তাদের জুটিতে গড়ে ওঠে অস্ট্রেলিয়ার জয়ের ভিত্তি, এবং শেষ পর্যন্ত তারা ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয়। ল্যান্ডের হয়ে স্মিথ নেন ২ উইকেট, আর সোফি একলেস্টোন ও বেল নেন একটি করে উইকেট। তবে শেষ পর্যন্ত বলিং আক্রমণ কার্যকর না হওয়ায় হিদার নাইটদের হার নিয়েই মাঠ ছাড়তে হয়।
সূত্র:যায়যায় দিন








