নেত্রকোনা-৪, মদন-মোহনগঞ্জ, খালিয়াজুরী আসনের সাবেক সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমার নির্বাচনী এলাকার তিনটি উপজেলায় কোন যুবক বেকার থাকবে না। বর্তমান প্রজন্মকে ফেসবুক, মোবাইল ও সময় অপচয়কারী কাজ থেকে দূরে থেকে ইতিবাচক কাজে যুক্ত হতে হবে।
এ সময় তিনি আরও বলেন, যুব সমাজ দেশের শক্তি ও আগামী দিনের চালিকা শক্তি। জাতির এই অমূল্য সম্পদকে সঠিক পথে পরিচালিত করাই আমাদের মূল লক্ষ্য। বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো সবসময় দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করে আসছে, ভবিষ্যতেও করবে। মনে রাখতে হবে সম্মান দিলে সম্মান পাওয়া যায়। দলের ভেতরে সমালোচনা থাকবেই, তবে তা করতে হবে শালীনতা ও ভদ্রতার মধ্যে।
উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেলের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাধারন সম্পাদক হুমায়ূন কবীরের সঞ্চালনায় সভায় উপজেলা যুবদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেত্রকোনার মদন উপজেলা যুবদলের উদ্যোগে শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় ভার্চুয়ালী যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ কথা বলেন।
সূত্র :যায়যায় দিন