আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজের তিনটিতেই জিতেছে বাংলাদেশ দল। এবার ওয়ানডে সিরিজের পালা। তাইতো এবার টি২০ সিরিজের সবশেষ দুই ম্যাচের মতো এবারও টস ভাগ্য সহায় হলো বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
আজ বুধবার ( ৮ অক্টোবর) টসের সময় মিরাজ বললেন, উইকেট দেখে ভালোই মনে হচ্ছে তার। ২৮০ রানকে ভালো স্কোর বলেছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজের ছন্দ ওয়ানডেতেও ধরে রাখার আশা করেছেন বাংলাদেশ অধিনায়ক।
এরআগে তিন ম্যাচের টি২০ সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এবার ওয়ানডেতেও সেই ধারবাহিকতা ধরে রাখতে চায় টাইগাররা।
ওয়ানডে দলে ডাক পেয়েই একাদশে জায়গা করে নিলেন টি২০ সিরিজে দারুণ ব্যাটিং করা সাইফ হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে গত জুলাইয়ে খেলা সবশেষ ওয়ানডের একাদশ থেকে আরও দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে সবশেষ টি২০ না খেলা অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান নেই এই ম্যাচেও। বাদ পড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান শামীম হোসেন ও পারভেজ হোসেন। পারভেজ অবশ্য ওয়ানডে দলেই নেই। তবে মোহাম্মদ নাঈম শেখ ভিসা জটিলতায় সংযুক্ত আরব আমিরাতে যেতে না পারায় দলের সঙ্গে আছেন এই ওপেনার।
২০২৩ সালের পর ওয়ানডে খেলবেন নুরুল হাসান। তার সঙ্গে ফিরেছেন পেসার হাসান মাহমুদ। অপরদিকে আফগানিস্তান দলে ওয়ানডেতে বাশিরের অভিষেক হয়েছে। গত ফেব্রুয়ারিতে সবশেষ ওয়ানডে খেলে আফগানিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে তারা।
বাংলাদেশের বিপক্ষে টি২০ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া বাশির আহমাদের এবার ওয়ানডেতেও অভিষেক হচ্ছে। বাঁহাতি এই পেসার এখন পর্যন্ত ৫টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন।
একাদশে ফিরেছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার নানগেয়ালিয়া খারোটে এবং রহস্য স্পিনার এএম গাজানফার। সবশেষ ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার গুলবাদিন নাইব, বাঁহাতি রিস্ট স্পিনার নুর আহমাদ ও পেসার ফাজালহাক ফারুকি। এই তিনজনের কেউই নেই বাংলাদেশ সিরিজের দলে।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলি, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভির ইসলাম ও হাসান মাহমুদ।
আফগানিস্তান একাদশ: রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার ও বাশির আহমাদ।
সূত্র:যায়যায় দিন








