ফেসবুকে সাংবাদিকদের উদ্দেশে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিল আল চৌধুরীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে সিলেট টাইটান্সের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছেন সিলেটের ক্রীড়া সাংবাদিকরা।
শুক্রবার (২ জানুয়ারি) সিলেটে এক জরুরি আলোচনার পর সাংবাদিকরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেন।
ফাহিল আল চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লেখেন, ‘অন্তত আমি তো কিছু ভিউ ব্যবসায়ীকে দুমুঠো ভাত জোটানোর সুযোগ করে দিয়েছি! ওদের একটাই চাকরি, নেগেটিভ কথা ছড়িয়ে ভিউ কামানো, কারণ পজিটিভ করলে তো পেটই চলবে না। নেগেটিভ ভিউ হোক, উদর পজিটিভ কাজ হোক—পেট যেন ভরা থাকে!’
এই বক্তব্যকে সাংবাদিক সমাজের প্রতি চরম অবমাননাকর ও পেশাগত মর্যাদাহানিকর হিসেবে আখ্যা দেন স্থানীয় সাংবাদিকরা। তারা বলেন, দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির কাছ থেকে এ ধরনের মন্তব্য অগ্রহণযোগ্য এবং এটি সাংবাদিকতার স্বাধীনতা ও সম্মানের পরিপন্থী।
সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত বা সন্তোষজনক ব্যাখ্যা না আসা পর্যন্ত তারা সিলেট টাইটান্সের কোনো ম্যাচ কভার করবেন না। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান।










