Home অর্থনীতি আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

17
0

স্বর্ণ যেহেতু আমদানিকৃত একটি উপাদান, সেক্ষেত্রে বাংলাদেশে দাম প্রায় প্রতিনিয়তই ওঠানামা করতে থাকে।এই দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক সঠিকরূপে নির্ধারণ করা হয়ে থাকে। দেশের বাজারে স্বর্ণে দাম আবারও বেড়েছে। এবার ভরিতে ৩ হাজার ৬৬৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হয়েছে। ফলে বৃহস্পতিবারও (২৫ সেপ্টেম্বর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

স্বর্ণের আজকের বাজারদর—

• ২২ ক্যারেট : ভরিপ্রতি ১,৯৪,৮৫৯ টাকা

• ২১ ক্যারেট : ভরিপ্রতি ১,৮৬,০০৬ টাকা

• ১৮ ক্যারেট : ভরিপ্রতি ১,৫৯,৪২৪ টাকা

• সনাতন পদ্ধতি : ভরিপ্রতি ১,৩২,৩৫১ টাকা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।

তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here