Home আরও ইসলাম ও জীবন

আজ পবিত্র শবে মেরাজ, ইবাদতে মুখর মুসলিম উম্মাহ

12
0

আজ শুক্রবার (১৬ জানুয়ারি) পবিত্র শবে মেরাজ। ইসলাম ধর্মের এক অত্যন্ত মহিমান্বিত ও তাৎপর্যপূর্ণ এই রজনী ইবাদত-বন্দেগি, দোয়া ও প্রার্থনার মধ্য দিয়ে পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।

ইসলামি ইতিহাস অনুযায়ী, হিজরি সনের রজব মাসের ২৬ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ অনুগ্রহে তাঁর প্রিয় হাবিব মহানবী হজরত মুহাম্মদ (সা.) মেরাজের মহিমান্বিত সফরে গমন করেন। এই পবিত্র রজনীতেই উম্মতে মুহাম্মাদীর জন্য উপহার হিসেবে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়।

নবুওয়াতের দশম বছরে, ৬২১ খ্রিষ্টাব্দে, মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে রাসুলুল্লাহ (সা.) মক্কার পবিত্র কাবা শরিফ থেকে ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত বায়তুল মুকাদ্দাস বা মসজিদুল আকসায় গমন করেন। পবিত্র কোরআনে বর্ণিত এই ঘটনাকে বলা হয় ‘ইসরা’। সেখানে তিনি পূর্ববর্তী সব নবীর জামাতে ইমামতি করেন। পরে বিশেষ বাহন বুরাকে আরোহণ করে জিবরাইল (আ.)-এর সঙ্গে ঊর্ধ্বাকাশে গমন করেন, যা ‘মেরাজ’ নামে পরিচিত।

এই মহাযাত্রায় রাসুলুল্লাহ (সা.) জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহাসহ মহান আল্লাহর সৃষ্টিজগতের অসংখ্য নিদর্শন প্রত্যক্ষ করেন। ইসলামের মৌলিক বিধান নামাজের প্রবর্তন ঘটে এই মেরাজের রজনীতেই, যেখানে মহান আল্লাহ সরাসরি মানবজাতির জন্য প্রতিদিন পাঁচবার সালাত আদায়ের নির্দেশ প্রদান করেন।

পবিত্র এই রজনী উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারাদেশের মসজিদে মসজিদে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মুসল্লিরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহর কাছে নিজেদের গোনাহ মাফ এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here